বিশ্ব সাহিত্য কেন্দ্রের আয়োজনে কাপ্তাইয়ে পুরস্কার বিতরণ

NewsDetails_01

বিশ্ব সাহিত্য কেন্দ্রের আয়োজনে কাপ্তাইয়ে পুরস্কার বিতরণ
সেকেন্ডারি এডুকেশন কোয়ালিটি অ্যান্ড অ্যাকসেস এনহান্সমেন্ট প্রজেক্ট( সেকায়েপ) প্রকল্পের আওতায় বিশ্ব সাহিত্য কেন্দ্রের আয়োজনে পাঠাভ্যাস উন্নয়ন কর্মসুচি ২০১৭ শিক্ষাবর্ষের পুরস্কারের বই হস্তান্তর ও সেরা সংগঠক সম্মাননা পুরস্কার প্রদান অনুষ্ঠান আজ বুধবার রাঙামাটির কাপ্তাই উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা তারিকুল আলম প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে কাপ্তাই, বিলাইছড়ি এবং রাজস্থলী উপজেলার ১৯ টি শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে পুরস্কারের বই হস্তান্তর করেন এবং সেই সাথে ২০১৭ সালের সেকায়েপ প্রকল্পের আওতায় সেরা সংগঠকের পুরস্কার তুলে দেন কাপ্তাই বিদ্যুৎ উন্নয়ন বোর্ড মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা নীলিমা আক্তারের হাতে। পাঠাভ্যাস উন্নয়ন কর্মসুচীর মনিটরিং কর্মকর্তা তারেক মানোয়ার এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কাপ্তাই উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নাদির আহমেদ এবং রাজস্থলী উপজেলা শিক্ষা কর্মকর্তা মোফাজ্জেল হক।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা তারিকুল আলম বলেন,ছাত্র ছাত্রীদের সৃজনশীল মেধা বিকাশে বই পড়ার কোন বিকল্প নাই। পাঠ্যবিষয় এর বাহিরে দেশ বিদেশী বিভিন্ন লেখকের বই পড়লে শিক্ষার্থীদের মননশীলতা বিকশিত হয়।

আরও পড়ুন