পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্শিয়া ব্লুম বার্নিকাট এবং ইউএস এইড এর মিশন ডাইরেক্টর অব বংলাদেশ ইয়ানিনা জারুজেলস্কি আজ মঙ্গলবার সকালে সচিবালয়ে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এম,পি’র সাথে সৌজন্য সাক্ষাত করেন। এ সময় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব নব বিক্রম কিশোর ত্রিপুরাসহ মন্ত্রণালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পার্বত্য প্রতিমন্ত্রী বীর বাহাদুর এমপির এপিএস সাদেক হোসেন চৌধুরী পাহাড়বার্তাকে বলেন, এসময় মার্কিন রাষ্ট্রদূত মার্শিয়া ব্লুম বার্নিকাট পার্বত্য চট্টগ্রামে চলমান শান্তি প্রক্রিয়া, সরকারের ইতিবাচক দৃষ্টিভঙ্গি ও উন্নয়ন কর্মকান্ডের ভূয়সী প্রশংসা করেন।