পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি’র আজ রোববার (১০ জানুয়ারি) জন্মদিন উপলক্ষে কম্বল ও খাবার বিতরণ করা হয়েছে।
আজ রোববার (১০ জানুয়ারি) দুপুরে জেলা আওয়ামী লীগের কার্যালয়ে বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা, বান্দরবান জেলা শাখার আয়োজনে কম্বল ও খাবার বিতরণ করা হয়।
বান্দরবান জেলা আওয়ামী লীগের সদস্য, বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার সভাপতি রাজু বড়ুয়া’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে কম্বল ও খাবার বিতরণ করেন বান্দরবান জেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক সাদেক হোসেন চৌধুরী।
এসময় আরো উপস্থিত ছিলেন,জেলা সেচ্ছাসেবক লীগ নেতা নাজিম উদ্দিন, লু প্রু মার্মা, জেলা ছাত্র লীগের সাবেক নেতা পংকজ দাশসহ অনেকে। এসময় ৩০জন অসহায় মানুষকে কম্বল ও খাবার বিতরণ করা হয়।