বীর বাহাদুর এর মাতার মৃত্যুতে বান্দরবান বিশ্ববিদ্যালয়ের শোক প্রকাশ

NewsDetails_01

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয়ের মাননীয় মন্ত্রী, বান্দরবান বিশ্ববিদ্যালয় ট্রাস্ট এর চেয়ারম্যান এবং প্রতিষ্ঠাতা বীর বাহাদুর উশৈসিং এমপি মহোদয়ের রত্নগর্ভা মাতা শ্রদ্ধেয়া মা চ য়ই এর পরলোকগমনে বান্দরবান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড: এ.এফ ইমাম আলি, বান্দরবান বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার জনাব মোহাম্মদ নুরুল আবছার, বান্দরবান বিশ্ববিদ্যালয়ের স্কুল অব বিজনেস এডমিনিস্ট্রেশন এর ডীন অধ্যাপক ড: কাজী আহমদ নবী, বান্দরবান বিশ্ববিদ্যালয়ের স্কুল অব সাইন্স ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি এর ডীন অধ্যাপক ড: মোসলেহ্ উদ্দিন আহমদ্, বান্দরবান বিশ্ববিদ্যালয়ের স্কুল অব আর্টস সোশ্যাল সাইন্স এন্ড ল’ এর ডীন অধ্যাপক ড: মোহাম্মদ নুরুল ইসলাম এবং বান্দরবান বিশ্ববিদ্যালয়ের সকল প্রতিষ্ঠাতা সদস্যবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন ও তাঁর পরলোকগত মায়ের বিদেহী আত্মার চিরস্থায়ী প্রশান্তি কামনা করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

NewsDetails_03

প্রসঙ্গত: গত শনিবার রাত সাড়ে এগারটার দিকে বান্দরবান শহরের ফায়ার সার্ভিস সংলগ্ন লাল মোহন বাহাদুর ভিলায় পরলোক গমন করেন। মৃত্যু কালে উনার বয়স হয়েছিল ৮৫ বছর। তিনি মৃত্যুকালে একমাত্র পুত্র বীর বাহাদুরসহ স্বজনদের রেখে যান। বার্ধক্য জনিত কারনে তিনি দীর্ঘদিন ধরে বিভিন্ন রোগে ভুগছিলেন।

আরও পড়ুন