বীর বাহাদুর এর শারীরিক অবস্থার খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

NewsDetails_01

করোনায় আক্রান্ত পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি’ র শারীরিক অবস্থার খোঁজ নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার রাতে ফোনে পার্বত্য মন্ত্রী বীর বাহাদুরের সর্বশেষ শারীরিক অবস্থার খোঁজ নেন বলে পাহাড়বার্তা’কে জানান, পার্বত্য মন্ত্রীর এপিএস সাদেক হোসেন চৌধুরী।

তিনি পাহাড়বার্তা’কে আরো বলেন, প্রধানমন্ত্রীর দপ্তর থেকে সচিব স্যারের মাধ্যমে ফোনে যোগাযোগ করে মন্ত্রী মহোদয়ের শারীরিক অবস্থার খবর নেন প্রধানমন্ত্রী।

পার্বত্য মন্ত্রীর এপিএস সাদেক হোসেন চৌধুরী আরো বলেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ দলের সিনিয়র নেতারা মন্ত্রী মহোদয়ের শরীরিক অবস্থার খোঁজ নেন।

স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, গত শনিবার প্রাপ্ত তথ্য অনুসারে বান্দরবান পার্বত্য জেলার ৭টি উপজেলায় সর্বশেষ ৯ জন আক্রান্তসহ এ পর্যন্ত করোনা আক্রান্ত হয়েছে শিশুসহ ৪৬ জন, নতুন আক্রান্তদের মধ্যে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি রয়েছেন ।

NewsDetails_03

গত শনিবার (৬ জুন) রাত পৌনে ১১টার দিকে কক্সবাজার মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. অনুপম বড়ুয়া পাহাড়বার্তাকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি পাহাড়বার্তাকে ফোনে আরো বলেন, গত বৃহস্পতিবার মন্ত্রী মহোদয়ের নমুনা বান্দরবান থেকে পাঠানো হয়, শনিবার উনার রিপোর্ট পজেটিভ আসে।

শনিবার রাত ১১টার দিকে জেলার সিভিল সার্জন ডা: অং সুই প্রু মারমা পাহাড়বার্তা’ কে জানান, শারীরিক ও মানসিক, সব দিক দিয়ে পার্বত্যমন্ত্রী সুস্থ আছেন, তিনি সবার আশীর্বাদ কামনা করেন।

এদিকে বীর বাহাদুরকে উন্নত চিকিৎসার জন্য আজ রোববার সকাল ১১ টা ১০ মিনিটে বান্দরবান সেনা জোন থেকে সেনাবাহিনীর বিশেষ হেলিকপ্টার যোগে ঢাকার সিএমএইচ-এ নেওয়া হয়, বর্তমানে সেখানে চিকিৎসাধীন আছে পার্বত্য মন্ত্রী।

এই ঘটনার পর পার্বত্য মন্ত্রীর আরোগ্য কামনায় জেলা আওয়ামী লীগসহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উনার জন্য আর্শীবাদ কামনা করেন।

আরও পড়ুন