বীর বাহাদুর এর সাথে বান্দরবান প্রাথমিক শিক্ষক সমিতির সৌজন্য সাক্ষাৎ

বান্দরবান প্রাথমিক শিক্ষক সমিতির নেতারা পার্বত্য প্রতিমন্ত্রী বীর বাহাদুর এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেন
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশেসিং এমপির সাথে বান্দরবান জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সদস্যরা সৌজন্য সাক্ষাৎ করেছে।
আজ শুক্রবার সকালে পার্বত্য প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশেসিং এমপির বান্দরবানস্থ বাসভবনে এই সৌজন্য সাক্ষাৎ করা হয়। এসময় বান্দরবান জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সদস্যরা ফুল দিয়ে প্রতিমন্ত্রীকে শুভেচ্ছা জ্ঞাপন করেন।
এসময় বান্দরবান জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মো: জাহিদুল আলম, সদস্য হানিফুর রশীদ মিন্টু, মনোয়ার হোসেন, আনুমিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাফিজুর রহমান,সদর উপজেলা শিক্ষক সমিতির সভাপতি শাহাবউদ্দিন, সাধারণ সম্পাদক মেনি প্রু মার্মা, রোয়াংছড়ি উপজেলা শিক্ষক সমিতির সভাপতি সুনীতি বড়ুয়া, সাধারণ সম্পাদক হ্লাথোয়াই প্রু পিন্টু, সাংগঠনিক সম্পাদক আবু মুছা,মহিলা বিষয়ক সম্পাদিকা শিউলি দাশসহ বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা উপস্থিত ছিলেন।
বান্দরবান জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মো: জাহিদুল আলম জানান, আগামী ১৭ অক্টোবর বুধবার সকাল ১০ টায় বান্দরবান সদরের অরুণ সারকি টাউন হলে বর্ণাঢ্য আয়োজনে শিক্ষার আলোয় আলোকিত বান্দরবানের রুপকার প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপিকে শিক্ষক সমিতির পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হবে।
অনুষ্ঠানে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। এসময় অনুষ্ঠানে আরো উপস্থিত থাকার কথা রয়েছে বান্দরবান সেনা রিজিয়নের ব্রিগেডিয়ার জেনারেল চৌধুরী মোহাম্মদ আজিজুল হক হাজারী,এনডিসি,পিএসসি, জেলা প্রশাসক মোহাম্মদ দাউদুল ইসলাম, পুলিশ সুপার মোহাম্মদ জাকির হোসেন মজুমদার, বান্দরবান পৌরসভার মেয়র মোহাম্মদ ইসলাম বেবী, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল কুদ্দুছ, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো: শহীদুল ইসলাম।

আরও পড়ুন