করোনা মোকাবেলায় বান্দরবানের রোয়াংছড়ি উপজেলায় বীর বাহাদুর ফাউন্ডেশনের উদ্দ্যোগে ৭শ হ্যান্ড স্যানিটাইজার ও দেড়শ সাবান বিতরণ করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, আজ সোমবার (৩০মার্চ) দুপরে জেলার রোয়াংছড়ি উপজেলা পরিষদ হল রুমে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি’র পক্ষে উক্ত সামগ্রী বিতরণ করেন বীর বাহাদুর ফাউন্ডেশনের কর্মকর্তারা।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান চহাইমং মারমা,উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদি হাসান, লু প্রু মারমা, বীর বাহাদুর ফাউন্ডেশনের সভাপতি মো: খলিলুর রহমান, আলেক্ষং চেয়ারম্যান বিশ্বজিত তংচঙ্গ্যা ও ফাউন্ডেশনের সাধারন সম্পাদক বাবলুসহ আরো অনেকে।
এসময় বীর বাহাদুর ফাউন্ডেশনের পক্ষ থেকে বিনামূল্যের সাবান ও স্যানিটাইজার বিতরণ করার জন্য স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনকে সামগ্রীগুলো প্রদান করা হয়। স্থানীয় জনপ্রতিনিধিরা কয়েকদিনের মধ্যে সাবান ও স্যানিটাইজারগুলো ইউনিয়ন পর্যায়ে বিতরণ করবে।