বুধবার রাঙামাটিতে মারমাদের সাংগ্রাই জল উৎসব

purabi burmese market

মাহা সাংগ্রাইং উৎসবে নৃত্যরত আদিবাসী তরুন তরুণীর (ফাইল ছবি)
পার্বত্য চট্টগ্রামে মারমা সম্প্রদায়ের ঐতিহ্যবাহী সাংগ্রাই জলউৎসব বুধবার রাঙামাটি শহরের আসামবস্তীতে অনুষ্ঠিত হতে যাচ্ছে। পার্বত্য জনপদের ক্ষুদ্র ক্ষুদ্র জনগোষ্ঠির নিজ নিজ ভাষা, সংস্কৃতি, কৃষ্টি, ঐতিহ্য দেশবাসীর কাছে তুলে ধরতে প্রতি বছরের ন্যায় এবারও মারমা সংস্কৃতিক সংস্থা (মাসস) আয়োজন করেছে এ মনোরম অনুষ্ঠানের।
বুধবারের জলকেলি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের, কেন্দ্রীয় আওয়ামীলীগের প্রচার সম্পাদক অসীম কুমার উকিল, সাবেক পার্বত্য প্রতিমন্ত্রী দীপংকর তালুকদার,রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষকেতু চাকমাসহ রাঙামাটির বিশিষ্টজনরা। মারমা সংস্কৃতিক সংস্থা (মাসস) এর তথ্য ও প্রচার সম্পাদক সাইমং মরামা জানিয়েছেন, রাঙামাটির আসামবস্তীতে এবার কেন্দ্রীয়ভাবে সাংগ্রাই জল উৎসব অনুষ্ঠিত হবে। সকাল ১১ টা থেকে এ অনুষ্ঠানের শুভ উদ্বোধন হবে।

আরও পড়ুন
আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।