বুধবারের জলকেলি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের, কেন্দ্রীয় আওয়ামীলীগের প্রচার সম্পাদক অসীম কুমার উকিল, সাবেক পার্বত্য প্রতিমন্ত্রী দীপংকর তালুকদার,রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষকেতু চাকমাসহ রাঙামাটির বিশিষ্টজনরা। মারমা সংস্কৃতিক সংস্থা (মাসস) এর তথ্য ও প্রচার সম্পাদক সাইমং মরামা জানিয়েছেন, রাঙামাটির আসামবস্তীতে এবার কেন্দ্রীয়ভাবে সাংগ্রাই জল উৎসব অনুষ্ঠিত হবে। সকাল ১১ টা থেকে এ অনুষ্ঠানের শুভ উদ্বোধন হবে।