বান্দরবানে থানচিতে তীব্র তাপদাহ্ ও গরমে বৃষ্টির জন্য মহান আল্লাহ্ নিকট দোয়া মোনাজাত মাহফিল ও ইফতার অনুষ্ঠিত হয়।
আজ বুধবার ১৯ এপ্রিল বিকাল ৫ টা থানচি থানা হাইলেন্ডার পার্ক এর হল রুমে মহান আল্লাহ নিকট দোয়া মোনাজাত পাঠ করেন, থানচি কেন্দ্রীয় জামের মসজিদের ইমাম মোল্লানা আনিচ উল্লাহ মোবারক। থানচি থানা পুলিশ এই আয়োজন করেন।
তীব্র তাপদাহ ও গরমে অতিষ্ঠ হয়ে জনজীবন বিপর্যয় থেকে রক্ষা পেতে ও কিছুটা হলে ও স্বস্তি পাওয়ার আশায় বৃষ্টির জন্য দোয়া মোনাজাত মাহফিল ও ইফতার আয়োজনকে বিরল ভাবছেন অনেকে।
মোনাজাত ও ইফতারের অংশ নেন উপজেলা চেয়ারম্যান থোয়াইহ্লামং মারমা, ভাইস চেয়ারম্যান চসাথোয়াই মারমা, সহকারী কমিশনার ভূমি সেতু কুমার বড়ুয়া, ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ইমদাদুল হক,প্রেস ক্লাবের সভাপতি মংবোওয়াংচিং মারমা অনুপমসহ শতাধিক ধর্মপ্রান পবিত্র রোজাদার মুসল্লিরা।
থানচি কেন্দ্রীয় জামের মসজিদের ইমাম মোল্লানা আনিচ উল্লাহ মোবারক বলেন, এবারে তীব্র গরমে সামান্য বৃষ্টি দিয়ে আমাদের স্বস্তি ফিরাতে দোয়া মোনাজাত করা হয়।