বৃহস্পতিবার সকালের মধ্যে পর্যটকদের বান্দরবান ছাড়ার নির্দেশ

NewsDetails_01

বান্দরবানের হোটেল মোটেলসহ যেকোন স্থানে অবস্থানকারী পর্যটকদের কাল বৃহস্পতিবার (১৯ মার্চ) সকালের মধ্যে জেলা ত্যাগের নির্দেশ দিয়েছে জেলা প্রশাসন।

আজ বুধবার (১৮মার্চ) রাতে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো.শামীম হোসেন জানান, এ বিষয়ে সংশ্লিষ্ট সকলের সর্বাত্মক সহযোগিতা কামনা করছি। কারও উদাসীনতা পরিলক্ষিত হলে তা দায়িত্বহীনতা হিসেবে পরিগণিত হবে। নিজে নিরাপদ থাকুন। দেশকে নিরাপদ রাখুন।

NewsDetails_03

এদিকে করোনা ভাইরাসের কারনে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বান্দরবানে পর্যটকদের ভ্রমনে নিরুৎসাহিত করছে জেলা প্রশাসন।

বুধবার সন্ধ্যায় জেলা প্রশাসক মোহাম্মদ দাউদুল ইসলাম কর্তৃক জেলা প্রশাসনের জারি করা এক প্রজ্ঞাপনে বলা হয়, করোনা ভাইরাস সংক্রামন প্রতিরোধের নিমিত্তে সরকার প্রজ্ঞাপন দ্বারা জনসমাগম নিষিদ্ধ করায় বান্দরবান পার্বত্য জেলার পর্যটনসমূহে পর্যটক আগমন পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিরুৎসহিত করা হলো।

আরও পড়ুন