বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ
খাগড়াছড়ি
খাগড়াছড়িতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আয়োজনে এবং খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সহযোগিতায় পবিত্র রমজান উপলক্ষে শতাধিক অসহায় পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।

আজ শুক্রবার (৭মার্চ ২০২৫খ্রি.) সকালে খাগড়াছড়ি ক্যান্টনমেন্ট স্কুল ও কলেজ মাঠে অনুষ্ঠিত এ বিতরণ কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান জিরুনা ত্রিপুরা। এসময় ১৩০টি পরিবারকে ইফতার সামগ্রী বিতরণ করা হয়। এছাড়া তিনি জুলাই-আগস্টে আহত ও নিহত পরিবারের প্রতি সহযোগিতার আশ্বাস দেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য মোঃ মাহবুবুল আলম, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি অপূর্ব ত্রিপুরা, জাহিদ হাসান, আল আমিনসহ অন্যান্যরা এবং জাতীয় নাগরিক কমিটির নেতৃবৃন্দ।