বোয়ালখালী ইউপি নির্বাচনে ২ প্রার্থীই জনপ্রিয়

NewsDetails_01

খাগড়াছড়ির দীঘিনালার বোয়ালখালী ইউনিয়ন পরিষদ নির্বাচনে আগামী ২৮ নভেম্বর নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এরইমধ্যে প্রতীক পেয়ে প্রার্থীরা বের হয়েছেন প্রচার প্রচারণায়৷ এ ইউপিতে এবার নৌকা প্রতীক নিয়ে নির্বাচনী মাঠে নেমেছেন বোয়ালখালী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. মোস্তফা। সদা হাসিখুশি থাকা মো. মোস্তফা একজন সফল ব্যবসায়ী ও জনপ্রিয় নেতা হিসেবে এলাকায় বেশ পরিচিত।

অপরদিকে তার একমাত্র প্রতিদ্বন্দ্বী টানা দুইবারের নির্বাচিত বর্তমান চেয়ারম্যান চয়ন বিকাশ চাকমা (কালাধন) আনারস প্রতিক নিয়ে মাঠে নেমেছেন। তিনি স্থানীয় আঞ্চলিক সংগঠনের নেতা। তাছাড়া এলাকায় তার জনপ্রিয়তাও তুঙ্গে।

জনপ্রিয় এ দুই প্রার্থীর জনপ্রিয়তা নিয়ে জমজমাট এলাকার নির্বাচনী মাঠ৷ তবে এ ইউপিতে এবার লড়াই হবে হাড্ডাহাড্ডি। এমনটাই মনে করছেন সংশ্লিষ্ট ইউপির রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীরা।

NewsDetails_03

এদিকে বোয়ালখালী ইউপিতে বর্তমান সরকারের ধারাবাহিক উন্নয়ন প্রত্যন্ত এলাকায় পৌঁছে দিতে নৌকার বিকল্প নাই বলে জানিয়েছেন নৌকার সমর্থকরা। তাদের দাবী এলাকার ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে নৌকার বিজয় সুনিশ্চিত।

অপরদিকে সুষ্ঠু নির্বাচন হলে আনারস প্রতীকের প্রার্থী চয়ন বিকাশ চাকমাও (কালাধন) বিপুল ভোটে নির্বাচিত হবে। এমনটাই দাবী তার সমর্থকদের৷

বর্তমান চেয়ারম্যান চয়ন বিকাশ চাকমা (কালাধন) বলেন, আমি আশাবাদী সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণ আমাকে পুনরায় নির্বাচিত করে অত্র এলাকার সর্বসাধারণের সেবা করার সুযোগ দিবেন৷

আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মো. মোস্তফা বলেন, ২৮ নভেম্বর অত্র এলাকার সর্বসাধারণ স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে নৌকা প্রতিককে জয়ী করে আমাকে অত্র এলাকার জনসাধারণের সেবা করার সুযোগ দিবেন। আমি ভোট চাই ভোটারের, দোয়া চাই সকলের৷

আরও পড়ুন