বৌদ্ধ ভিক্ষু অমৃতানন্দ হত্যার প্রতিবাদে বান্দরবানে মানববন্ধন

purabi burmese market

বান্দরবানে বৌদ্ধ ভিক্ষু অমৃতানন্দ হত্যার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার (৪ সেপ্টেম্বর) দুপুর ৩ টায় বান্দরবান পার্বত্য ভিক্ষু পরিষদের আয়োজনে প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এসময় মানববন্ধনে প্ল্যাকার্ড ও ব্যানার হাতে নিয়ে বান্দরবান সদর ও উপজেলার বৌদ্ধ ভিক্ষু ও ক্ষুদ্র নৃগোষ্টির সম্প্রদায়ের জনসাধারণ অংশ নেয়।

এসময় মানববন্ধনে বক্তারা বলেন,সুপরিকল্পিতভাবে কুমিল্লার এক বিহারের বৌদ্ধ ভিক্ষু অমৃতানন্দকে হত্যা করা হয়েছে এবং হত্যার পর তার লাশ গোমতী নদীর সেতুর কাছে ফেলে দিয়েছে হত্যাকারীরা। এসময় বক্তারা বৌদ্ধ ভিক্ষু অমৃতানন্দ হত্যাকারীদের খুঁেজ বের করে দৃষ্টান্তমুলক শাস্তি প্রদান ও বৌদ্ধ ভিক্ষুদের পর্যাপ্ত নিরাপত্তা প্রদানের জন্য সরকারের কাছে দাবি জানান।

বান্দরবানের বাঘমার বৌদ্ধ বিহারে অধ্যক্ষ ভদন্ত সমা মহাথের এর সভাপতিত্বে এসময় মানববন্ধনে উপস্থিত থেকে বক্তব্য রাখেন পার্বত্য ভিক্ষু পরিষদের সাধারণ সম্পাদক উ: তেজপ্রিয় থেরো,রাজগুরু বৌদ্ধ বিহারের অধ্যক্ষ শ্রীমৎ উ পঞঞা জোত মহাথের, পার্বত্য ভিক্ষু পরিষদের সভাপতি পঞঞানন্দ মহাথের,মানবাধিকার কর্মী অং চা মং মার্মা, নারী নেত্রী ডনাই প্রু নেলীসহ বৌদ্ধ ভিক্ষু নেতৃবন্দরা।

আরও পড়ুন
আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।