ব্যানারে শেখ হাসিনার ছবি রেখে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন

বান্দরবানের লামা

বান্দরবানের লামায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দেশ থেকে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি সম্বলিত ব্যানার দিয়ে জাতীয় পুষ্টি সেবা ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন করা হয়েছে।

আজ সোমবার (১০ মার্চ) সকালে লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডা.ইউলিয়াম লুসাই মেমোরিয়াল হল রুমে ভিটামিন এপ্লাস বিতরণ উপলক্ষ্যে আয়োজিত সভায় এ ব্যানার টাঙ্গানো হয়।

ব্যানারটিতে রয়েছে শেখ হাসিনার ছবি, সভাপতি করা হয়েছে সাবেক কর্মকর্তা ডাক্তার এখিং মারমাকে।যিনি গত ৪ মার্চ সেখান থেকে বদলি হয়ে ৮ মার্চ রোয়াংছড়ি স্বাস্থ্য কমপ্লেক্সে যোগদান করেছেন। এছাড়া ১০ মার্চ ব্যানারটি টাঙ্গিয়ে সভা অনুষ্ঠিত হলেও ব্যানারটিতে তারিখ ছিল ১৫ মার্চ। এনিয়ে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়েছে স্বাস্থ্য কমপ্লেক্সটি ঘিরে।

NewsDetails_03

ব্যানারের ছবিটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিয়ে অনেকেই লিখেন, আহা! এমন কান্ডও মানুষ করে তাও এই সময়ে…… এদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া উচিত।আবার অনেকেই লিখেন এই প্রতিষ্ঠান টি এখোনো সাবেক ফ্যাসিস্ট প্রধান মন্ত্রী শেখ হাসিনার আতুড়ঘর বলেও আখ্যা দিয়েছেন।

স্বাস্থ্য কমপ্লেক্সটির ভারপ্রাপ্ত কর্মকর্তা ডাক্তার নুর মোহাম্মদ জানান, তিনি সকাল থেকে ইউএনও কার্যালয়ে দূর্যোগ ব্যবস্থাপনা পরিকল্পনা মিঠিংয়ে ছিলেন। নতুন ব্যানারটি প্রিন্ট করতে দ্বায়িত্ব দেয়া হয়েছিল তার অফিসের কর্মচারি মো.ফকরুলকে। কেন তিনি এধরনের শেখ হাসিনার ছবি সম্বলিত ব্যানার টাঙ্গিয়েছেন তার জন্য লিখিত ভাবে কৈফিয়ৎ তলব করেছেন তিনি।

মো. ফকরুল জানান, নতুন ব্যানার প্রিন্ট করতে ছাপা খানায় গিয়েছিলেন। তবে বিদ্যুৎ না থাকায় নতুন ব্যানার প্রিন্ট করতে পারেননি। কে বা কারা এই ব্যানার টাঙ্গিয়েছে তা তিনি জানেন না।

বান্দরবানের ডেপুটি সিভিল সার্জন দিলিপ কুমার দেবনাথের কাছে বিষয়টি সম্পর্কে জানতে চাইলে, তিনি এইসব বিষয়ে কিছুই জানেন না বলে ফোন কেটে দেন। পরে একাধিক বার কল দিলেও ফোন রিসিভ করেনি তিনি।

আরও পড়ুন