ভাইস চেয়ারম্যান হয়ে উন্নয়ন বোর্ডে ফিরলেন নুরুল আলম চৌধুরী

NewsDetails_01

রাঙামাটির মায়া যেন আষ্টেপৃষ্টে জড়িয়ে। পাহাড়ী এই জেলায় চাকরীসুত্রে পা রাখেন জেলা প্রশাসনে। ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট। পরে যোগ দিলেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের সদস্য (প্রশাসন) হিসেবে। এরপর রাঙামাটির সাথে ক্ষনিকের সম্পর্কচ্ছেদ। দায়িত্ব নেন চা বোর্ডের সদস্য (অতিরিক্ত সচিব) হিসেবে। পরে আবারও রাঙামাটি ফেরা। ফিরলেন তাও পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ভাইস চেয়ারম্যান হিসেবে।

বুধবার পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ভাইস চেয়ারম্যান হিসেবে যোগ দিয়েছেন চা বোর্ডের সদস্য (অতিরিক্ত সচিব) মোহাম্মদ নুরুল আলম চৌধুরী। ১১ অক্টোবর জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ আবুল কালাম আজাদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাকে এ নিয়োগ দেওয়া হয়।

NewsDetails_03

ওইদিন পুরনো কর্মস্থলে নতুন পরিচয়ে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডে যোগদান করে বোর্ড চেয়ারম্যান নিখিল কুমার চাকমার সাথে সৌজন্য স্বাক্ষাত করেন। এসময় পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নিখিল কুমার চাকমা নব নিযুক্ত ভাইস চেয়ারম্যান মোহাম্মদ নরুল আলম চৌধুরী (অতিরিক্ত সচিব)কে ফুল দিয়ে বরণ করেন।

এসময় বোর্ডের সদস্য প্রশাসন ইফতেখার আহমেদ, সদস্য বাস্তবায়ন মোহাম্মদ হারুন অর রশীদ,পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের খাগড়াছড়ি ইউনিটের নির্বাহী প্রকৌশলী মো.মুজিবুর রহমান, রাঙ্গামাটির নির্বাহী প্রকৌশলী তুষিত চাকমাসহ অন্যান্য কর্মকর্তাগন উপস্থিত ছিলেন। একই দিন তিনি বোর্ড সভায়ও অংশ নেন।

অত্যন্ত সদালাপী, বিনয়ী ও কর্মপাগল মোঃ নুরুল আলম চৌধুরী রাঙামাটিতে নিজ দক্ষতা, সততা ও সুনামের সাথে রাঙামাটি জেলা প্রশাসনে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এবং পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের সদস্য (প্রশাসন) হিসেবে দায়িত্ব পালন করেন।

আরও পড়ুন