ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে মাটিরাঙ্গায় বিক্ষোভ

‘ইসকন’ কর্তৃক সারাদেশে অরাজকতা, জাতীয় পতাকা অবমাননা, আইনজীবি হত্যা, ভারতে বাংলাদেশী দূতাবাসে হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে মাটিরাঙ্গার সর্বস্তরের জনসাধারণ।

আজ শুক্রবার ৬ ডিসেম্বর বিকালের দিকে মাটিরাঙ্গা কেন্দ্রীয় মসজিদের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে একই স্থানে এসে উন্মুক্ত সভা অনুষ্ঠিত হয়।

মাটিরাঙ্গা সম্মিলিত ইসলাম প্রচার সংস্থার সাধারণ সম্পাদক মো. রহিম উল্যাহর সঞ্চালনায় সংক্ষিপ্ত সভায় কাজী পাড়া মসজিদের ইমাম মুফতি মো. আলমগীর হোসেন, মাটিরাঙ্গা কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম হাফেজ কারী মো. হারুনুর রশীদ প্রমুখ বক্তব্য দেন।

NewsDetails_03

সকল জাতীয়তাবাদ ও ইসলামী শক্তি ঐক্যবদ্ধ হয়ে ভারতের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে জানিয়ে বক্তারা বলেন, পতিত স্বৈরাচার আওয়ামী লীগের দেশবিরোধী নানা ষড়যন্ত্রের এবং দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের অপচেষ্টা রুখে দিতে হবে।

মাটিরাঙ্গা কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম হাফেজ কারী মো. হারুনুর রশীদ বলেন, ইসকন একটি দেশদ্রোহী ও জঙ্গি সংগঠন। শেখ হাসিনা ভারতে বসে ইসকনের মাধ্যমে বাংলাদেশে হিন্দু-মুসলিম দাঙ্গা লাগানোর ষড়যন্ত্র করছে। গণঅভ্যুত্থানে পাওয়া নতুন বাংলাদেশের জনগণ ভারতের এমন আচরণ সহ্য করা হবে না। ভবিষ্যতে দেশবিরোধী কোন কর্মকাণ্ড হলে বাংলাদেশের মানুষ তার সমুচিত জবাব দেবে।

অনুষ্ঠানে, মাটিরাঙ্গা ইসলামিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ কাজী মো. সলিম উল্ল্যাহ, মাটিরাঙ্গা উপজেলা জামায়াতে ইসলামের সাধারণ সম্পাদক মাও: আবদুল জলিল, মাটিরাঙ্গা পৌর বিএনপির সাবেক সভাপতি বাদশা মিয়া, মাটিরাঙ্গা দারুল উলুম মাদ্রাসার পরিচালক মাও: আখতারুজ্জামান ফারুকী, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মো. ইব্রাহিম হোসেন রকিসহ অসংখ্য ধর্মপ্রাণ মুসলমান উপস্থিত ছিলেন।

আরও পড়ুন