ভারতে বাংলাদেশ উপ-হাই কমিশনে হামলার প্রতিবাদে বান্দরবানে বিএনপির বিক্ষোভ

ভারতে বাংলাদেশ উপ-হাই কমিশনে হামলার প্রতিবাদে বান্দরবানে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা বিএনপি।

আজ মঙ্গলবার বিকাল সাড়ে ৩টার দিকে বান্দরবান শহরের প্রেস ক্লাব প্রাঙ্গণে জড়ো হয়ে মিছিল বের করে বিএনপি ও অঙ্গ সংগঠন। মিছিলটি শহরে পদক্ষিণ করে প্রেস ক্লাব প্রাঙ্গনে এসে সমাবেশে মিলিত হয়।

NewsDetails_03

সমাবেশে বক্তারা বলেন, ভারত বাংলাদেশ বিরোধী ষড়যন্ত্রে মেতেছে। তারা ইতোমধ্যে আন্তর্জাতিক আইন অমান্য করে বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব নিয়ে হুমকি দিয়েছে। বাংলাদেশের মানুষ এর দাঁতভাঙা জবাব দিতে প্রস্তুত।

মিছিলে নেতৃত্ব দেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দীন, বিএনপি নেতা রিটল বিশ্বাস, সেলিম রেজা ও জেলা জাসস সভাপতি এডভোকেট আলমগী চৌধুরীসহ নেতৃবৃন্দ।

আরও পড়ুন