ভারতে মহানবী (সা.) কে কটুক্তির প্রতিবাদে রাঙামাটিতে মানববন্ধন

NewsDetails_01

মহানবী হযরত মুহাম্মদ (সা.) কে নিয়ে ভারতের ক্ষমতাসীন দল বিজেপির জ্যেষ্ঠ দুই নেতার কটূক্তির প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে রাঙামাটি জেলা গাউছিয়া কমিটি।

আজ শুক্রবার (১০ জুন) দুপুর ২টায় রাঙামাটি প্রেস ক্লাবের সামনে ঘন্টাকালব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালন করেন তারা। এর আগে জুমার নামায শেষে নিউ রাঙামাটি জামে মসজিদ সামনে থেকে রাঙামাটি প্রেস ক্লাব পর্যন্ত বিক্ষোভ মিছিল বের করা হয়।

NewsDetails_03

মানববন্ধনে বক্তারা বলেন, বিশ্ব মুসলিমদের হৃদয়ের স্পন্দন মহানবী (সা.) কে নিয়ে কুরুচিপুর্ণ বক্তব্য কোনো মুসলমানই মেনে নিতে পারে না। মুসলিমদের চিন্তা-চেতনায় আঘাত করা কোনোভাবেই কাম্য নয়। ভারতের ক্ষমতাসীন দল বিজেপির নেত্রী নুপুর শর্মা কর্তৃক মহানবী (সাঃ) কে কটুক্তির দায়ে ভারত সরকারকে রাষ্ট্রীয়ভাবে ক্ষমা চাইতে হবে। এছাড়াও ভারতের ক্ষমতাসীন দল বিজেপির দুই নেতার কটুক্তির প্রতিবাদে রাষ্ট্রীয়ভাবে নিন্দা জানানোর দাবি জানিয়েছেন বক্তারা।

গাউছিয়া কমিটি, রাঙামাটি শাখার সহ সভাপতি মোঃ হাবিবুর রহমান চৌধুরীর সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন নিউ রাঙামাটি জামে মসজিদের সাবেক সাধারণ সম্পাদক হাজী আব্দুল জব্বার, কাপ্তাই আল আমিন নুরিয়া দাখিল মাদ্রাসার সুপার মাওলানা মোহাম্মদ জসিম উদ্দিন নুরী প্রমূখ।
মানববন্ধন শেষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

আরও পড়ুন