ভারী বর্ষণে নাইক্ষ্যংছড়ির নিম্নাঞ্চল প্লাবিত

NewsDetails_01

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ভারী বর্ষণে নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে।

সোমবার (২৬ জুলাই) রাতে ভারী বর্ষণের ফলে উপজেলার সদর, বাইশারী ও ঘুমধুমের নিম্মাঞ্চল প্লাবিত হয়ে কৃষি জমির ব্যাপক ক্ষতি হয়েছে।

NewsDetails_03

স্থানীয়রা জানান, সদর উপজেলার বাজার সড়ক, বাইশারী ইউনিয়নের পশ্চিম বাইশারী, গুদাম পাড়া ও ধৈয়া বাপের মার্মা পাড়া পানিবন্দি অবস্থায় রয়েছে এবং ইউনিয়নের বিভিন্ন এলাকার ধানক্ষেত ভেসে গেছে পাহাড়ী ঢলের পানিতে। এছাড়া পূর্ব বাইশারী এলাকায় ছকিনা নামের এক বিধবা নারীর বাড়ী ধ্বসে পড়ার খবর পাওয়া গেছে। লাগাতার বৃষ্টির ফলে বাইশারী এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রয়েছে।

বাইশারী ইউপি চেয়ারম্যান মো : আলম কোম্পানী বলেন, টানা বৃষ্টিতে বাইশারী ইউনিয়নের পশ্চিম বাইশারী, গুদাম পাড়া, ধৈয়া বাপের মার্মা পাড়া সহ বেশ কিছু এলাকা প্লাবিত হয়েছে। এই বৃষ্টিপাত অব্যাহত থাকলে ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে। ঘুমধুমের তুমব্রু’র কোনারপাড়া এলাকায় পাহাড়ী ঢলের পানিতে ডুবে গেছে। ঢলের পানিতে তুমব্রু বাজারের কয়েকটি দোকানের মালামালের ক্ষতি হয়।

তুমব্রু বাজারের ব্যবসায়ী ফখর উদ্দিন জানান, পাহাড়ী ঢলে তুমব্রু বাজারের কয়েকটি দোকানে কোমর সমান পানি ডুকে গেছে। মালামাল পানিতে নষ্ট হয়ে পড়েছে। একদিকে লকডাউনে আয় নেই। এদিকে পাহাড়ী ঢলে মালামাল নষ্ট হয়ে ক্ষতি হচ্ছে ব্যবসায়ীদের।

আরও পড়ুন