ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন খাগড়াছড়ির সর্বস্তরের জনতার

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে খাগড়াছড়ির কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছে সর্বস্তরের জনতা।

একুশের প্রথম প্রহরে শুক্রবার (২১ ফেব্রুয়ারি) রাত ১২টা ১ মিনিটে অমর একুশের প্রথম প্রহরে পুলিশের স্বশস্ত্র অভিবাদন দিয়ে শুরু হয় পুষ্পস্তবক অর্পণ।

কালজয়ী গান ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি’ গেয়ে সারিবদ্ধভাবে শহীদ মিনারে শ্রদ্ধা জানান সর্ব স্তরের জনতা। প্রথমে শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান খাগড়াছড়ি মুক্তিযোদ্ধা সংসদ, পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান জিরুনা ত্রিপুরা, জেলা প্রশাসক এ বি এম ইফতেখারুল ইসলাম খন্দকার, পুলিশ সুপার আরেফিন জুয়েল।

NewsDetails_03

পরে একে একে ফুল দিয়ে শ্রদ্ধা খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সসদস্যবৃন্দ ও সরকারি বিভিন্ন দফতরের কর্মকর্তারা। ফুল দিয়ে শ্রদ্ধা জানান খাগড়াছড়ি প্রেসক্লাব, খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়ন, জেলা বিএনপি, জাতীয় পার্টি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের খাগড়াছড়ি শাখা ও ত্রিপুরা স্টুডেন্টস্ ফোরাম বাংলাদেশসহ সর্বস্তরের সাধারণ মানুষ শ্রদ্ধা জানালে ফুলে ফুলে ছেয়ে যায় শহীদ মিনারের বেদি।

এদিকে মাতৃভাষা দিবস উপলক্ষে শহীদ মিনার ও আশেপাশের এলাকা ঘিরে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। মোতায়েন করা হয়েছে সাড়ে ৬শর অধিক পু্লিশ সদস্য।

খাগড়াছড়ি পুলিশ সুপার আরেফিন জুয়েল বলেন ‘শহীদ মিনার এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। সবাই সুশৃঙ্খলভাবে শহীদ মিনারে ফুল দিচ্ছেন। আশা কোনো অপ্রীতিকর ঘটনা ঘটবে না।

আরও পড়ুন