ভাস্কর্য নিয়ে মৌলবাদীদের বক্তব্য : খাগড়াছড়িতে মৎস্যজীবী লীগের প্রতিবাদ

NewsDetails_01

আগুন সন্ত্রাস ও বাংলাদেশের স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ভাস্কর্য নির্মাণ নিয়ে উগ্র মৌলবাদী গোষ্ঠীর অবমাননাকর বক্তব্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার (২১ নভেম্বর) সকালে খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের কার্যালয় হতে র‍্যালী বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শেষ হয়।

NewsDetails_03

এরপর আলোচনা সভায় খাগড়াছড়ি জেলা আওয়ামী মৎসজীবী লীগের সভাপতি মোঃ ইমরান হোসেন’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক দেবেশ বরন ত্রিপুরার সঞ্চালনায় প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন খাগড়াছড়ি পৌর আওয়ামী লীগের সভাপতি মোঃ জাবেদ পাটোয়ারী, সহ-সভাপতি মোঃ ফরিদ-উদ-জামান (স্বাধীন) ও খাগড়াছড়ি জেলা আওয়ামী মৎসজীবী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ আবদুল জলিল।

অনুষ্ঠানে বক্তারা বলেন, মৌলবাদ ও নৈরাজ্য হতে বের হয়ে এসে আমাদেরকে বঙ্গবন্ধুর আদর্শে নিজেদের উজ্জীবিত করতে হবে। বাংলাদেশের প্রত্যেকটি জেলা-উপজেলায় বঙ্গবন্ধুর ভাস্কর্য নির্মাণের আহ্বান জানান বক্তারা৷

আরও পড়ুন