ভূমি বিরোধ নিষ্পত্তি বিষয়ে ২৩ ডিসেম্বর থেকে যাচাই বাছাই কাজ শুরু- বিচারপতি আনোয়ারুল হক

রাঙ্গামাটিতে পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিস্পত্তি কমিশনের বৈঠক:

NewsDetails_01

পার্বত্য চট্টগ্রামের ভূমি বিরোধ নিস্পত্তির লক্ষ্যে আগামী ২৩ ডিসেম্বর থেকে যাচাই বাছাই কাজ শুরু হচ্ছে বলে জানিয়েছেন ভূমি কমিশনের চেয়ারম্যান বিচারপতি আনোয়ার উল হক।

তিনি বলেন, এ পর্যন্ত কমিশনের কাছে ২২ হাজার ৯০ টি অভিযোগ জমা পড়েছে। আশা করছি আমরা এই কাজ গুলো খুবই দ্রুত শেষ করতে পারবো।

বুধবার সকা‌লে রাঙ্গামাটি সার্কিট হাউজে পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিস্পত্তি কমিশনের বৈঠক শেষে সাংবাদিকদের সাথে ব্রিফিংকালে ভূমি কমিশনের চেয়ারম্যান বিচারপতি আনোয়ারুল হক এ কথা বলেন।

NewsDetails_03

বৈঠকে পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা (সন্তু লারমা), রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান বৃষ কেতু চাকমা, রাঙ্গামাটি চাকমা সার্কেল চিফ ব্যারিষ্টার রাজা দেবাশীষ রায়, পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিস্পত্তি কমিশনের সচিব মোঃ আলী মনছুর, রেজিষ্টার সাহাব উদ্দিন, অফিস সহকারী শাফিকুল ইসলামসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

চেয়ারম্যান বলেন, ভূমি কমিশনের কাজ আরো দ্রুত করতে রাঙ্গামাটি ও বান্দরবান জেলায় দুটি অফিস নেয়া হচ্ছে। ইতিমধ্যে রাঙ্গামাটি জেলা পরিষদে ভূমি কমিশনের শাখা অফিস হয়েছে। আগামী মিটিং আমরা রাঙ্গামাটির নতুন অফিসেই করবো।

আঞ্চলিক পরিষদ চেয়ারম্যান জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা ওরফে সন্তু লারমা বলেন, ভূমি নিষ্পত্তির বিষয়টি খুবই জটিল। কারণ ভূমি নিয়ে পার্বত্য অঞ্চলের অনেক অনেক বিষয় জড়িয়ে আছে। তাই এই মুর্হুতে এই বিষয়টি সম্ভাবনাময় বা প্রক্রিয়ার মধ্যে আমরা সবাই মিলে কাজ করছি।

বৈঠক শেষে রাঙ্গামাটি জেলা পরিষদ মিলনায়তনের এনেক্স ভবনে পার্বত্য চট্টগ্রামের ভূমি বিরোধ নিস্পত্তি কমিশনের শাখা অফিস ঘুরে দেখেন ভূমি কমিশনের চেয়ারম্যান আনোয়ারুল হক ও অন্যান্য সদস্যরা।

আরও পড়ুন