ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম উপলক্ষে বান্দরবানে প্রশিক্ষণ

বাংলাদেশ নির্বাচন কমিশনের ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম উপলক্ষে বান্দরবানে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

আজ রবিবার (১৯ জানুয়ারি) সকালে বান্দরবান সদর উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে বান্দরবান শহর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হলরুমে এই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।

NewsDetails_03

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.সাইফুল ইসলামের সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন জেলা প্রশাসক শামীম আরা রিনি। এসময় পুলিশ সুপার মো.শহিদুল্লাহ কাওছার, অতিরিক্ত জেলা প্রশাসক মো.আবু তালেব, জেলা নির্বাচন অফিসার এস,এম শাহাদাত হোসেন, সদর উপজেলা নির্বাচন অফিসার মো. শহিদুল ইসলাম সহ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষিকারা উপস্থিত ছিলেন।

কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে জেলা প্রশাসক শামীম আরা রিনি প্রশিক্ষণাথীদের উদ্যোশে বলেন, আপনারা সবাই প্রশিক্ষণ গ্রহন করে যেস্থানে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমের দায়িত্বে থাকবেন সেই জায়গায় সুষ্ঠভাবে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমে দায়িত্ব পালন করবেন। তিনি আরো বলেন, পার্বত্য এলাকায় যাতে মিয়ানমারের নাগরিক (রোহিঙ্গারা) যাতে ভোটার তালিকায় অন্তভূক্তি হতে না পারে সেদিকে সবাই সর্তক থাকবেন।

দিনব্যাপী এই প্রশিক্ষণ কর্মশালায় বান্দরবান সদরের বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৮৬জন শিক্ষক ও শিক্ষিকারা এই প্রশিক্ষণে অংশ নেন।

আরও পড়ুন