ভ্রমণে এসে ঢাকা শিক্ষা বোর্ডের সহকারী পরিচালকের মৃত্যু

NewsDetails_01

রাঙ্গামাটি বাঘাইছড়ি উপজেলার পর্যটন কেন্দ্র সাজেক ভ্রমণে এসে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড এর সহকারী পরিচালকের মৃত্যুু হয়েছে বলে জানা গেছে। জানা গেছে, মৃত ব্যক্তি ২৫তম বিসিএস শিক্ষা ক্যাডার এবং তার নেতৃত্বে ৩২ জনের একটি টিম বৃহস্পতিবার (১৪ ফেব্রুয়ারি) সকালে শিক্ষা সফরের জন্য খাগড়াছড়ি ও রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ভ্রমণে যান। সাজেকে সারা দিন বিভিন্ন স্থানে ঘুরে বেড়ানোর পর বৃহস্পতিবার মধ্যরাতে সাজেক পর্যটন এলাকায় রুইরাং রিসোর্টে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড এর সহকারী পরিচালক মোঃ রাসেদ (৪৩) হৃদরোগে আক্রান্ত হয়ে অসুস্থ হয়ে পড়লে তাকে তার সহকারী ও নিরাপত্তা বাহিনীর সহায়তায় খাগড়াছড়ি সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ বিষয়ে সাজেক থানার ওসি (তদন্ত) ইব্রাহিম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সাজেক শিক্ষা সফরে এসে এক সরকারি কর্মকর্তা রাতে হৃদরোগে আক্রান্ত হলে, তাকে খাগড়াছড়ি হাসপাতালে নিয়ে গেলে তার মৃত্যু হয়।

আরও পড়ুন