পাহাড়ে চলমান রক্তক্ষয়ী সংঘাত বন্ধ করে পাহাড়ি জনগোষ্ঠীর অধিকার আদায়ে এক হয়ে আন্দোলন করার আহবান জানিয়েছে সাজেকবাসী।
আজ মঙ্গলবার (৩০ আগষ্ট) সকাল সাড়ে নয়টায় সাজেকের বাঘাইহাট নাঙ্গলমারা উজোবাজারে এ উপলক্ষে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে সাজেকের বিভিন্ন গ্রামের অসংখ্য নারীপুরুষ অংশ নেয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন চিত্ত রঞ্জন কার্বারী, ইউপি সদস্য তাপস চাকমা, নতুনজয় চাকমা কার্বারী, মিলা চাকমা, পুরনজয় চাকমা প্রমূখ।
এসময় বক্তারা বলেন, ভ্রাতৃঘাতি সংঘাত পাহাড়ী জনগোষ্ঠীর জন্য অশুভ সংকেত। এটা বন্ধ হওয়া দরকার। ভ্রাতৃঘাতি সংঘাত পরিহার করে ভ্রাতৃত্ববোধ বন্ধন দৃঢ় করুন। তারা জুম্ম জনগণের প্রতি অধিকার আদায়ের আন্দোলনে ঐক্যবদ্ধভাবে ঝাঁপিয়ে পড়ার অাহবান জানান।