খাগড়াছড়ি সদর হাসপাতালে করোনা আক্রান্ত রোগীদের চিকিৎসা সেবায় ব্যক্তি উদ্যোগে ২০ টি অক্সিজেন সিলিন্ডার বিতরণ করেছেন পার্বত্য জেলা পরিষদ সদস্য মংসুইপ্রু চৌধুরী অপু।
শুক্রবার (০৫ জুন) দুপুরে খাগড়াছড়ি জেলা সদর আধুনিক হাসপাতাল কর্তৃপক্ষের কাছে অক্সিজেন সিলিন্ডার বিতরণ করেন সংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরা।
সংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরা বিত্তবানদের চিকিৎসা সেবার মান্নোয়নে এগিয়ে আসার আহ্বান জানিয়ে এ পরিস্থিতির মধ্যেও স্বাস্থ্য সেবায় নিয়োজিতদের কৃতজ্ঞতা জানান।
এ সময় সিভিল সার্জন ডা. নুপুর কান্তি দাশ, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নির্মলেন্দু চৌধুরী, সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. পূর্ণ জীবন চাকমা, পার্বত্য জেলা পরিষদ সদস্য মংসুইপ্রু চৌধুরী অপু ও পার্থ ত্রিপুরা জুয়েল অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন।