মনোনয়নপত্র জমা দীপংকরের, সরে দাঁড়ালেন নিখিল
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাঙামাটি ২৯৯ আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি দীপংকর তালুকদার।
অন্যদিকে শেষ দিনে মনোনয়নপত্র জমা দেননি নির্বাচনের মাঠে আলোচনায় থাকা পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের সাবেক চেয়ারম্যান নিখিল কুমার চাকমা। তিনি দল ও নৌকা প্রতিকের প্রতি সম্মান জানিয়ে সরে দাঁড়িয়েছেন বলে জানা গেছে।
আজ বৃহস্পতিবার (৩০ নভেম্বর) বেলা ১১টার দিকে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি দীপংকর তালুকদার দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খানের কাছে মনোনয়নপত্র জমা দেন।
মনোনয়ন পত্র জমা দেওয়ার পর সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে দীপংকর বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হবে। তার প্রমাণ আমার আসনে বর্তমান বিরোধী দল জাতীয় পার্টিসহ বিভিন্ন দলের প্রার্থীরা মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। নিজের জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী দীপংকর তালুকদার বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ১৫ বছর পাহাড়ের উন্নয়ন, সুশাসন ও সেবা বৃদ্ধিতে কাজ করে গেছেন। আশা করি এবারও আস্থা রেখে এই নির্বাচনে জনগণ নৌকাকে বিপুল পরিমাণ ভোট দিয়ে ক্ষমতায় নিয়ে আসবেন।
এ সময় দীপংকর তালুকদারের সঙ্গে উপস্থিত ছিলেন- জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক হাজী মোঃ মুছা মাতব্বর, সাবেক মহিলা সাংসদ ফিরোজা বেগম চিনু, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি চিংকিউ রোয়াজা, জেলা পরিষদ চেয়ারম্যান অংসুই প্রু চৌধুরী, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি, হাজী কামাল উদ্দিন, বৃষকেতু চাকমা, হাবিবুর রহমান হাবিব, সাংগঠনিক সম্পাদক সাওয়াল উদ্দিনসহ জেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
শেষ দিনে যারা মনোনয়ন জমা দিয়েছেন : দীপংকর তালুকদার (আওয়ামী লীগ), উষাতন তালুকদার ( স্বতন্ত্র- জেএসএস), হারুনুর রশিদ মাতব্বর (জাতীয় পার্টি), অমর কুমার দে (স্বতন্ত্র) ও হাফেজ মিজানুর রহমান (তৃনমুল বিএনপি)।