দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ২২২ আসনে জয়লাভ করে একক সংখ্যাগরিষ্ঠতা পেয়ে টানা চতুর্থ-বারের মতো সরকার গঠন করতে যাচ্ছে আওয়ামী লীগ। আজ বুধবার শপথ নিয়েছেন ২৯৭ জন সংসদ সদস্য। অন্যদিকে কাল বৃহস্পতিবার মন্ত্রী সভায় যোগ দিতে শপথ গ্রহনের জন্য ডাক পেয়েছেন খাগড়াছড়ির সংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরা। পাহাড়বার্তা’কে ফোনে বিষয়টি নিশ্চিত করেন, খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্মলেন্দু চৌধুরী।

এরই মধ্যে প্রধানমন্ত্রী হিসেবে শেখ হাসিনাকে নিয়োগ দিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। এছাড়া মন্ত্রিসভার সদস্য হিসেবে ৩৬ জনের নাম মন্ত্রিপরিষদ বিভাগকে দেওয়া হয়েছে। মন্ত্রিপরিষদ বিভাগ থেকে যারা মন্ত্রী হতে যাচ্ছেন তাদের সবাইকে কাল বৃহস্পতিবার শপথ গ্রহনের জন্য ফোন দেওয়া হচ্ছে। ইতোমধ্যে সেই ফোন অনেকেই পেয়েছেন। তাদের মধ্যে খাগড়াছড়ি থেকে ৩য় বারের মতো নির্বাচিত সাংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরাও আছেন । তবে তিনি পার্বত্য মন্ত্রণালয়ের মন্ত্রী হচ্ছেন, নাকি অন্য মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্ব পাবেন, তা নিশ্চিত হওয়া যায়নি।
প্রসঙ্গত, খাগড়াছড়ি ২৯৮ আসনের সাংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরা সর্বশেষ শরণার্থী পুর্নবাসন টাস্কফোর্স চেয়ারম্যান এর দায়িত্ব পালন করেন।