মহান স্বাধীনতা দিবস উপলক্ষ্যে রোয়াংছড়িতে জাসাস এর প্রস্তুতি সভা

বান্দরবানের রোয়াংছড়িতে বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) আয়োজনে উপজেলা বিএনপি কার্যালয়ে ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।

NewsDetails_03

আজ শুক্রবার (২১ মার্চ ২৫) আয়োজিত অনুষ্ঠানে জাসাস সভাপতি চিংনুমং মারমা সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপজেলা বিএনপি সভাপতি মংহাইনং মারমা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি সাধারণ সম্পাদক মাওসেতুং তঞ্চঙ্গ‍্যা, যুগ্ম সাধারণ সম্পাদক চিত্ত রঞ্জন তঞ্চঙ্গ‍্যা, যুগ্ম সাধারণ সম্পাদক মংকোয়াইচিং মারমা, সাংগঠনিক সম্পাদক গান্ধি লাল তঞ্চঙ্গ‍্যা, উপজেলা যুব দল সভাপতি লুপ্রুুমং মাযমা, উপজেলা ছাত্র দল সভাপতি উত্তম তঞ্চঙ্গ‍্যা, প্রীতি তঞ্চঙ্গ‍্যা, ইউপি মেম্বার মংহ্লাগ‍্য মারমা প্রমুখ।

এছাড়া মতবিনিময় সভায় উপজেলা ও ইউনিয়নসহ তৃণমূলের সকল নেতা কর্মীবৃন্দে অংশ নেন।

আরও পড়ুন