মহালছড়িতে আটক ২ নেতা

খাগড়াছড়ি পার্বত্য জেলার মহালছড়ি উপজেলার মাইসছড়ি বাজারও লেমুছড়ি শান্তিপুর গ্রাম থেকে পুলিশের বিশেষ অভিযানে আটক করা হয়েছে কৃষক লীগ ও যুবলীগের ২ নেতা কে।

গত সোমবার (১০ ফেব্রয়ারী) রাতে মহালছড়ি থানার এএসআই মোঃ শফিকুল ইসলাম এর নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল এই অভিযানটি পরিচালনা করে ইউনিয়ন কৃষক লীগের সহ-সভাপতি মোঃ মালেক(৬০) ও ইউনিয়ন যুবলীগের যুগ্ম-সম্পাদক মোঃ ফজর আলী (৪৫)কে আটক করা হয়।

NewsDetails_03

আটকৃত মোঃ আব্দুল মালেক মাইসছড়ির আবেদ আলী টিলার মৃত আবেদ আলীর ছেলে ও মোঃ ফজর আলী লেমুছড়ি শান্তিপুর গ্রামের মৃত হাসেম আলীর ছেলে।

এ বিষয়ে মহালছড়ি থানার অফিসার ইনচার্জ মোঃ রফিকুল ইসলাম বলেন, উপজেলার মাইসছড়িতে বিকাল থেকে রাত পর্যন্ত অভিযান চালিয়ে তাদের আটক করেছি, আইনি প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে। পাহাড়ের পরিস্থিতি শান্ত ও শৃঙ্খল রাখতে মহালছড়ি থানা পুলিশের এই অভিযান অব্যাহত থাকবে।

আরও পড়ুন