ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর নায়েবে আমীরুল মুজাহিদীন মাওলানা মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম শায়েখ চরমোনাই মাহফিলে যোগ দিতে খাগড়াছড়ি পার্বত্য জেলার মহালছড়ি উপজেলা আসছেন।

আজ ১১ ফেব্রুয়ারি (মঙ্গলবার) অরাজনৈতিক সংগঠন বাংলাদেশ মুজাহিদ কমিটি খাগড়াছড়ি জেলা শাখা কর্তৃক আয়োজিত বিশাল ওয়াজ মাহফিল ও হালকায়ে জিকির এ প্রধান মেহমান ও সাংগঠনিক সফরে মহালছড়ি আসছেন বলে জানিয়েছেন, বাংলাদেশ মুজাহিদ কমিটি মহালছড়ি উপজেলা শাখার সভাপতি আব্দুল হাই।
মহালছড়ি উপজেলা স্টেডিয়াম অনুষ্ঠিতব্য বিশাল ওয়াজ মাহফিল ও হালকায়ে জিকিরে বিশেষ মেহমান হিসেবে উপস্থিত থাকবেন, বাংলাদেশ কোরআন শিক্ষা বোর্ড এর কুমিল্লা জেলার সভাপতি মাওলানা রাশেদুল ইসলাম রহমতপুরী এছাড়া খ্যাতনামা ওলামা-মাশায়েখ ও বুযুর্গানে দ্বীন তাশরীফ আনবেন। মাহফিল বিকাল ৩ টায় আরম্ভ হয়ে রাত ১১ টায় শেষ হবে বলে জানিয়েছেন মহালছড়ি উপজেলার মুজাহিদ কমিটির সভাপতি মোহাম্মদ আবদুল হাই।