মহালছড়িতে যাচ্ছে চরমোনাই নায়েবে আমির মুফতি সৈয়দ ফয়জুল করিম

ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর নায়েবে আমীরুল মুজাহিদীন মাওলানা মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম শায়েখ চরমোনাই মাহফিলে যোগ দিতে খাগড়াছড়ি পার্বত্য জেলার মহালছড়ি উপজেলা আসছেন।

NewsDetails_03

আজ ১১ ফেব্রুয়ারি (মঙ্গলবার) অরাজনৈতিক সংগঠন বাংলাদেশ মুজাহিদ কমিটি খাগড়াছড়ি জেলা শাখা কর্তৃক আয়োজিত বিশাল ওয়াজ মাহফিল ও হালকায়ে জিকির এ প্রধান মেহমান ও সাংগঠনিক সফরে মহালছড়ি আসছেন বলে জানিয়েছেন, বাংলাদেশ মুজাহিদ কমিটি মহালছড়ি উপজেলা শাখার সভাপতি আব্দুল হাই।

মহালছড়ি উপজেলা স্টেডিয়াম অনুষ্ঠিতব্য বিশাল ওয়াজ মাহফিল ও হালকায়ে জিকিরে বিশেষ মেহমান হিসেবে উপস্থিত থাকবেন, বাংলাদেশ কোরআন শিক্ষা বোর্ড এর কুমিল্লা জেলার সভাপতি মাওলানা রাশেদুল ইসলাম রহমতপুরী এছাড়া খ্যাতনামা ওলামা-মাশায়েখ ও বুযুর্গানে দ্বীন তাশরীফ আনবেন। মাহফিল বিকাল ৩ টায় আরম্ভ হয়ে রাত ১১ টায় শেষ হবে বলে জানিয়েছেন মহালছড়ি উপজেলার মুজাহিদ কমিটির সভাপতি মোহাম্মদ আবদুল হাই।

আরও পড়ুন