খাগড়াছড়ির মহালছড়িতে চাকমা সম্প্রদায়ের বিঝু উপলক্ষে গ্রামীণ খেলাধুলার অংশ হিসেবে বলি খেলা অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার বিকেলে মহালছড়ির উল্টাছড়ি মুখ গ্রামে যুব পুত পুত্যা সংঘের আয়োজনে বলি খেলার আসরে খাগড়াছড়ির মহালছড়ি, সদর, দীঘিনালাসহ রাঙ্গামাটির লংগদু ও নানিয়ারচর থেকে ১৬ জন বলি অংশ নেন।
মহালছড়ির বলি সুমন চাকমাকে পরাজিত করে খাগড়াছড়ি সদরের সৃজন চাকমা শ্রেষ্ঠ বলির গৌরব অর্জন করেন। অনুষ্ঠানে মহালছড়ি সেনা জোনের অ্যাডজুট্যান্ট ক্যাপ্টেন তাহসিন উদ্দিন মাহমুদ, উপজেলা পরিষদ চেয়ারম্যান বিমল কান্তি চাকমা ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জুয়েল চাকমা অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন।
বলি খেলা দেখতে আসা দর্শণার্থীরা জানান, সুদীর্ঘ কাল ধরে পাহাড়ে গ্রামীণ খেলাধুলার মধ্যে বলি খেলা অন্যতম জনপ্রিয়। তবে কালের বিবর্তনে বলি কমে যাওয়ায় অনেক গ্রামে এ খেলা আর দেখা যায় না। তাই বলি খেলা হতে শুনে দুর দুরান্ত থেকে অনেকে দেখতে এসেছেন। প্রবীণদের পাশাপাশি নবীন দর্শকের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো।