মহালছড়ি থেকে আওয়ামী লীগ নেতা আটক

খাগড়াছড়ি পার্বত্য জেলার মহালছড়ি উপজেলার ক্যায়াংঘাট গুচ্ছগ্রাম থেকে পুলিশের বিশেষ অভিযানে আটক করা হয়েছে ক্যায়াংঘাট ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদককে।

NewsDetails_03

গত বৃহস্পতিবার (১৩ ফেব্রয়ারী) রাতে মহালছড়ি থানার এএসআই মোঃ শফিকুল ইসলাম এর নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল অভিযান পরিচালনা করে ক্যায়াংঘাট ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক মো: আলমগীর হোসেন (৩৯), কে আটক করা হয়। তিনি ক্যায়াংঘাট ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক।

এ বিষয়ে মহালছড়ি থানার অফিসার ইনচার্জ মোঃ রফিকুল ইসলাম বলেন, উপজেলার মাইসছড়িতে বিকাল থেকে রাত পর্যন্ত অভিযান চালিয়ে তাকে আটক করা হয়, আইনি প্রক্রিয়া শেষে তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। পাহাড়ের পরিস্থিতি শান্ত ও শৃঙ্খল রাখতে মহালছড়ি থানা পুলিশের এই অভিযান অব্যাহত থাকবে।

আরও পড়ুন