মহালছড়িতে জাতীয় হিন্দু মহাজোট ও বিশ্ব হিন্দু পরিষদের ত্রাণ বিতরণ

NewsDetails_01

খাগড়াছড়ি জেলার মহালছড়ি উপজেলার ধুমনিঘাটে মহামারী করোনায় কর্মহীন হয়ে পড়া ও দরিদ্র স্থানীয় ৫০ ত্রিপুরা পরিবারের মাঝে খাদ্য সামগ্রী ‘উপহার’ হিসেবে বিতরণ করেছে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট, মহালছড়ি শাখা ও বিশ্ব হিন্দু পরিষদ, মহালছড়ি শাখা।ন খাদ্য সামগ্রীর মধ্য ছিলো- চাউল, তৈল, ডাল, আলু, পেঁয়াজ, সাবান ও লবন।

NewsDetails_03

আজ ৫ জুন শুক্রবার সকাল সাড়ে ১০ টায় ধুমনিঘাট শ্রী শ্রী রাধা কৃষ্ণ মন্দির প্রাঙ্গণে খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন মহালছড়ি উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও মহালছড়ি সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রতন কুমার শীল।
এতে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট খাগড়াছড়ি শাখার সংগঠক বিশ্বজিৎ মজুমদার, মহালছড়ি শাখার সভাপতি উজ্বল দে, সাধারণ সম্পাদক রিপন ওঝা, বিশ্ব হিন্দু পরিষদ মহালছড়ির সংগঠক কৃপানন্দ দেবনাথ রিকু, ধুমনিঘাট গ্রাম প্রধান (কার্বারী) কর্মচান ত্রিপুরা, ধুমনিঘাট রাধাকৃষ্ণ মন্দির পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক তপনজয় ত্রিপুরা।

খাদ্য সামগ্রী বিতরণ শেষে জাতীয় হিন্দু মহাজোট ও বিশ্ব হিন্দু পরিষদের নেতাকর্মীরা মন্দিরে সরকারি স্বাস্থ্য বিধি মেনে মন্দিরে বিশ্ব শান্তি কামনায় প্রার্থনা করেন।

আরও পড়ুন