খাগড়াছড়ির মহালছড়িতে প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে সেলাই মেশিন, সোলার, সেচ পাম্প ও ত্রাণ সহায়তা বিতরণ করেছে পার্বত্য জেলা পরিষদ।
আজ শনিবার (২০ জুন) সকালে উপজেলা টাউন হলে মহালছড়ি জোনের কমান্ডার লে. কর্ণেল মেহেদী হাসান এসব সামগ্রী বিতরণ করেন। এ সময় পার্বত্য জেলা পরিষদ সদস্য জুয়েল চাকমা অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন।
আয়োজকরা বলেন, করোনার ভয়াবহ এ সময়ে স্বাস্থ্য বিধি মেনে চলার পাশাপাশি নিরাপদে থেকে জীবিকার সন্ধান করতে হবে। প্রধানমন্ত্রীর নির্দেশনা মতে কৃষি জমির যথাযথ ব্যবহার করতে চাষীদের প্রতি অনুরোধ জানানো হয়।