মহালছড়িতে জেলা পরিষদের কৃষি, সেলাই ও সোলার সামগ্রী বিতরণ

খাগড়াছড়ির মহালছড়িতে প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে সেলাই মেশিন, সোলার, সেচ পাম্প ও ত্রাণ সহায়তা বিতরণ করেছে পার্বত্য জেলা পরিষদ।

আজ শনিবার (২০ জুন) সকালে উপজেলা টাউন হলে মহালছড়ি জোনের কমান্ডার লে. কর্ণেল মেহেদী হাসান এসব সামগ্রী বিতরণ করেন। এ সময় পার্বত্য জেলা পরিষদ সদস্য জুয়েল চাকমা অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন।

আয়োজকরা বলেন, করোনার ভয়াবহ এ সময়ে স্বাস্থ্য বিধি মেনে চলার পাশাপাশি নিরাপদে থেকে জীবিকার সন্ধান করতে হবে। প্রধানমন্ত্রীর নির্দেশনা মতে কৃষি জমির যথাযথ ব্যবহার করতে চাষীদের প্রতি অনুরোধ জানানো হয়।

আরও পড়ুন
আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।