মহালছড়িতে সোলার প্যানেল বিতরণ

NewsDetails_01

খাগড়াছড়ির মহালছড়ির মুবাছড়ি ইউনিয়নের দুর্গম ও প্রত্যন্ত অঞ্চলের জনসাধারণের মাঝে সোলার প্যানেল বিতরণ করেছে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড। সোমবার দুপুরের দিকে মুবাছড়ি ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে ১৫ পরিবারের মধ্যে ৬৫ ওয়াট ক্ষমতা সম্পন্ন সোলার প্যানেল বিতরন করেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের যুগ্ম-সচিব মো: মঞ্জুরুল আলম।

NewsDetails_03

এ সময় মহালছড়ি উপজেলা চেয়ারম্যান বিমল কান্তি চাকমা, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের সমন্বয়ক মো: হাসান শাহরিয়ার, সোলার টেকনিক্যাল অফিসার মো: কামাল উদ্দিন ও মুবাছড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বাপ্পী খীসাসহ প্রমূখ।

বর্তমান সরকারের ঘরে ঘরে বিদ্যুৎ নিশ্চিত করার শর্ত বাস্তবায়নের লক্ষে দুর্গম পাহাড়ের প্রত্যন্ত অঞ্চলের বিদ্যুৎ বিহীন এলাকায় প্রতিটি পরিবারের মধ্যে পর্যায়ক্রমে এ সোলার প্যানেল বিতরণ করা হবে জানান পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের যুগ্ম ম-সচিব মো: মঞ্জুরুল আলম।

আরও পড়ুন