খাগড়াছড়ির মহালছড়িতে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট-ইউপিডিএফ সমর্থিত পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি) সভপতি মেনন চাকমাকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরের দিকে মহালছড়ি বাজার থেকে মহালছড়ি থানা পুলিশের সহযোগিতায় খাগড়াছড়ি সদর থানা পুলিশ তাকে আটক কের। আটক মেনন চাকমা মহালছড়ি উপজেলার মনাটেক গ্রামের প্রতিময় চাকমার ছেলে ও মহালছড়ি উপজেলা পিসিপির সভাপতি।
খাগড়াছড়ি সদর থানার অফিসার ইনচার্জ তারেক মোহাম্মদ আবদুল হান্নান আটকের সত্যতা নিশ্চিত করে জানান, আটককৃত মেনন চাকমার বিরুদ্ধে খাগড়াছড়ি সদর থানায় অস্ত্র আইনে মামলা রয়েছে।