মাইসছড়ি হিল বুড্ডিস্ট কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নে ৮ম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
“আমাদের টাকা আমরাই দেখবো, ভবিষৎ জীবন উজ্জ্বল গরবো” এই স্লোগানে” হিল বুড্ডিস্ট কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ এর কর্তৃক আয়োজিত ৮ম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
১৪ই ফেব্রুয়ারি (শুক্রবার) খাগড়াছড়ি জেলা মহালছড়ি উপজেলা মাইসছড়ি ইউনিয়নের শাক্যমনি বৌদ্ধ বিহার চত্বরে পিএসএস ভবন কমপ্লেক্সে, বলিপাড়া,মাইসছড়ি ৮ম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে শুরুতেই সদস্যাদের উপস্হিতি ও নাম রেজিস্ট্রিকরণ এবং জাতীয় পতাকা ও সমবায় সমিতির পতাকা এবং ধর্মীয় পতাকা উত্তোলন, পবিত্র ত্রিপিটক পাঠ,পরলোক গত সদস্যদের উদ্দেশ্য অষ্ট পরিষ্কার দান, সংঘ দান, এবং গরীব মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা সামগ্রীসহ নগদ অর্থ সহায়তায় প্রদান করা হয়।

উক্ত অনুষ্টানে মংশি মারমা সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সানাই রাখাইন, চট্রগ্রাম অঞ্চল, বিশেষ অতিথি মহালছড়ি উপজেলা সমবায় সমিতির কর্মকতা মোঃ আলমগীর হোসেন,বিশেষ অতিথি মহালছড়ি সরকারি উচ্চ বিদ্যালয় পিপলু রাখাইন, উপস্থিত ছিলেন হিল বুড্ডিস্ট কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ভদন্ত প্রজ্ঞাশ্রী ভিক্ষু, হিল বুড্ডিস্ট কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের কর্মকতা কর্মচারী এবং সকল সদস্য বৃদ্ধ উপস্থিত ছিলেন।
হিল বুড্ডিস্ট কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ এর প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ভদন্ত প্রজ্ঞাশ্রী ভিক্ষু স্বাগত বক্তব্য বলেন আজ ৮ম বার্ষিক সাধারণ সভায় উপস্থিত প্রধান অতিথি, বিশেষ অতিথি, ব্যবস্থাপনা কমিটি, ক্রেডিট কমিটি, অডিট সুপারভাইজারী কমিটি এবং উপস্থিত সকল সদস্যবৃন্দ, সকলকে আমার অন্তরের অন্তঃস্থল হতে জানাই মৈত্রীময় সমবায়ী শুভেচ্ছা ও সু-স্বাগতম। অত্র ক্রেডিট ইউনিয়নে যে সকল সদস্য মৃত্যুবরণ করেছেন এবং এই ফেব্রুয়ারী মাসে ভাষা আন্দোলনে যাঁরা জীবন দিয়েছেন তাঁদের পারলৌকিক শান্তি সুখ কামনায় পূন্যদান করছি। আর্থ-সামাজিক ও জীবনমান উন্নয়ন, ক্রেডিট ইউনিয়নের আদর্শ ও উদ্দেশ্যকে বাস্তবায়নের লক্ষ্যে সকলের আন্তরিক প্রচেষ্টায় ও সার্বিক সহযোগীতায় হাঁটি হাঁটি পা পা করে অনেক চড়াই-উৎড়াই পেরিয়ে আজ ১৫ বছরে পদার্পণ করেছে এটি আমাদের জন্য অত্যন্ত ইতিবাচক ও সুদুর প্রসারী।
হিল বুড্ডিস্ট কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ ২০১০ সালের ৩ জুন বলিপাড়া গ্রামের ১৪ জন সদস্য নিয়ে সমিতিটি প্রতিষ্ঠা করা হয়। বর্তমানে সমিতির সদস্য সংখ্যা ২৯২১জন এবং শিশু-কিশোর সদস্য সংখ্যা ৮৫৯ জন। সমিতির মুলধন ছিল ১,৯২৮ (এক হাজার নয়শত আটাশ) টাকা দিয়ে সমিতির কার্যক্রম শুরু করা হয়। সবার ঐকান্তিক প্রচেষ্টার ফলে তা আজ ১৪,১৭,৭১,১০০.৮৪ (চৌদ্দ কৌটি সতের লক্ষ একাত্তর হাজার এক শত) টাকায় দরিয়েছে। সেটা সম্ভব হয়েছে আমাদের সকলেই প্রচেষ্টা ফলে। সঞ্চয় হোক দুর্দিনের বন্ধু, সঞ্চয় হোক দুর্দিনের সহায়। আসুন ক্রেডিট ইউনিয়নের সুনির্দিষ্ট লক্ষ্য ও উদ্দেশ্যকে সামনে রেখে ক্ষুদ্র ক্ষুদ্র সঞ্চয়ের মাধ্যমে ব্যাক্তি, পরিবার, সমাজ ও সুখী সমৃদ্ধি দেশ গঠনের ঐক্যবদ্ধ হই।