মাছ বাজারে মন্ত্রী বীর বাহাদুর !

NewsDetails_01

করোনা সংকট মোকাবেলায় বান্দরবান মাছ বাজারে মানুষের সমাগম আছে কিনা দেখতে গেলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং ।

আজ শুক্রবার (১০এপ্রিল) সকালে বান্দরবান জেলা সদরের মাছ বাজার পরিদর্শন করেন তিনি ।

NewsDetails_03

করোনা সংকটকালীন সময়ে বান্দরবানের বহিরাগত কোন মাছ ব্যবসায়ী যেন বান্দরবান বাজারে মাছ বিক্রি করতে না আসে সে ব্যাপারে মাছ ব্যবসায়ী সমিতির নেতাদের নির্দেশ দেন তিনি । পরে মাছ বিক্রেতাদের সামাজিক দূরত্ব বজায় রেখে মাছ বিক্রি করতে বলেন মন্ত্রী ।

এ সময় উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক মোহাম্মদ দাউদুল ইসলাম,পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য কাজল কান্তি দাশ, পৌর মেয়র ইসলাম বেবী, প্যানেল মেয়র দিলীপ বড়ুয়া ।

এছাড়াও মাছের বাজারে কোন ধরনের সমাগম যেন না হয় সে ব্যাপারে জেলা পুলিশ প্রশাসনের কর্মকর্তাদের নির্দেশ দেন মন্ত্রী । পরে মন্ত্রী বান্দরবান বাজারের মুদির দোকানে ব্যবসায়ীদের সামাজিক দূরত্ব বজায় রেখে পণ্য বিক্রি করার জন্য বলেন ।

আরও পড়ুন