মাটিরাঙ্গায় এইচএসসি পরীক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ
ত্রিপুরা স্টুডেন্টস্ ফোরাম, বাংলাদেশ, মাটিরাঙ্গা আর্দশ উপজেলা শাখা’র উদ্যোগে ২০২৫ শিক্ষাবর্ষে এইচএসসি পরীক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ ও দিকনির্দেশনামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে ।
আজ মঙ্গলবার (১০ জুন ) দুপুরে বাংলাদেশ ত্রিপুরা কল্যাণ সংসদ মাটিরাঙ্গা আদর্শ উপজেলা শাখা হল রুমে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এ অনুষ্ঠানে মাটিরাঙ্গা আদর্শ উপজেলা শাখার সভাপতি দিগেন্দ্র ত্রিপুরার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সন্মানিত সদস্য ও ১৮৫ নং মৌজা হেডম্যান জয়া ত্রিপুরা।

এ সময় ত্রিপুরা স্টুডেন্টস ফোরাম মাটিরাঙ্গা আদর্শ উপজেলা শাখা’র সাধারণ সম্পাদক কানু রায় ত্রিপুরার সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন টিএসএফ, মাটিরাঙ্গা আদর্শ উপজেলা শাখা সহ-সভাপতি ঝর্ণা ত্রিপুরা।
আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ত্রিপুরা স্টুডেন্টস্ ফোরাম, বাংলাদেশ (টিএসএফ), কেন্দ্রীয় কমিটি সভাপতি, খঞ্জন জ্যোতি ত্রিপুরা, বাংলাদেশ ত্রিপুরা কল্যাণ সংসদ (বিটিজেএস),কেন্দ্রীয় কমিটি দপ্তর সম্পাদক, সুনী ত্রিপুরা, বাংলাদেশ ত্রিপুরা কল্যাণ সংসদ (বিটিকেএস), মাটিরাঙ্গা আঞ্চলিক শাখা সভাপতি, কীর্তি ভূষণ ত্রিপুরা, বিটিকেএস মাটিরাঙ্গা আঞ্চলিক শাখা সাবেক সাধারণ সম্পাদক, নারায়ণ ত্রিপুরা, বাংলাদেশ ত্রিপুরা যুব কল্যাণ সংসদ (বিটিজেকেএস),কেন্দ্রীয় কমিটি অর্থ সম্পাদক, নক্ষত্র ত্রিপুরা, টিএসএফ, মাটিরাঙ্গা আদর্শ উপজেলা শাখা সাবেক সাধারণ সম্পাদক তপ্ত মোহন ত্রিপুরা, বাংলাদেশ ত্রিপুরা যুব কল্যাণ সংসদ (বিটিজেকেএস),মাটিরাঙ্গা আদর্শ উপজেলা শাখা সাধারণ সম্পাদক, যতিন বন্ধু ত্রিপুরা, মাটিরাঙ্গা মিউনিসিপ্যাল মডেল হাই স্কুল এন্ড কলেজ প্রভাষক জগদীশ ত্রিপুরা, টিএসএফ, খাগড়াছড়ি সদর শাখা সভাপতি আকাশ ত্রিপুরা প্রমুখ। এছাড়াও শিক্ষার্থী, অভিভাবক, সংগঠনের বিভিন্ন শাখার সাবেক ও বর্তমান নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
সভা শেষে পরীক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ তুলে দেন অতিথিসহ সংগঠনের নেতারা।