মা‌টিরাঙ্গায় গ্রাম পুলিশের মাসব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণের উদ্বোধন

খাগড়াছ‌ড়ির মা‌টিরাঙ্গায় ইউনিয়ন পর্যায়ের গ্রাম পুলিশ সদস্যদের মাসব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ কোর্স শুরু হয়েছে।

সোমবার (২৫ নভেম্বর) দুপুরে মা‌টিরাঙ্গা উপজেলা পরিষদ অডিটোরিয়ামে ভার্চুয়ালী এই প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করেন জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউট এর মহাপরিচালক মো:আব্দুল কাইয়ুম।

NewsDetails_03

উদ্বোধনী অনুষ্ঠানে ফোকাল পয়েন্ট কর্মকর্তা ছিলেন, জাতীয় স্থানীয় সরকার ইনিস্টিউটের যুগ্ম প‌রিচালক এমএম ইমরুল কা‌য়েস। প্রশিক্ষক হি‌সে‌বে ছি‌লেন খাগড়াছ‌ড়ি জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউটের উপ প‌রিচালক নাজমুন আরা সুলতানা।

মা‌টিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার মনজুর আল‌মের সভাপতিত্বে এতে অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন, মা‌টিরাঙ্গা উপ‌জেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. সবুজ আলী,ম‌হিলা ষিয়ক কর্মকর্তা ওবায়দুল হক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা(পিআইও) মো.ইশতিয়াক আহম্মেদ ও থানা সহকারী পু‌লিশ উপ-প‌রিদর্শক শামীম আহমেদ প্রমুখ।

উপজেলার ৭টি ইউনিয়নের ৪০ জন গ্রাম পুলিশ এতে অংশ নেন।

আরও পড়ুন