মাটিরাঙ্গায় চোলাই মদসহ যুবক আটক

NewsDetails_01

খাগড়াছ‌ড়ির মা‌টিরাঙ্গায় দেশীয় তৈরি চোলাই মদসহ আবুল কালাম আজাদ (৩০) না‌মে এক মাদক কারবারীকে গ্রেফতার ক‌রেছে মা‌টিরাঙ্গা থানা পু‌লিশ।

সে বেলছ‌ড়ি ঢাকাইয়া পাড়ার মৃত আব্দুর সোবহানের ছে‌লে। গতকাল বিকা‌লে মাটিরাঙ্গা চট্টগ্রাম লোকাল বাসস্টান্ড এলাকার চৌধুরী মার্কেট এর একুশে কপি হাউসের সামনে থে‌কে।তাকে আটক করা হ‌য়।

NewsDetails_03

থানা সূ‌ত্রে জানা যায়, এসআই মাসুদ আলম পাটওয়ারীর নে‌তেৃ‌ত্বে ওয়ারেন্ট তামিল ও মাদকদ্রব্য উদ্ধারে বি‌শেষ অভিযান পরিচালনা করে ১০ লিটার চোলাই মদসহ আবুল কালাম আজাদকে গ্রেফতার করা হয়।

প্রাথ‌মিক জিজ্ঞাসাবা‌দে দীর্ঘদিন ধ‌রে মাদক কারবা‌রের সা‌থে জ‌ড়িত থাকার কথা স্বীকার করে‌ছে ব‌লে জা‌নি‌য়ে‌ছে পুলিশ।

মা‌টিরাঙ্গা থানা অ‌ফিসার ইনচার্জ মো. জাকা‌রিয় ঘটনার সত্যতা যাচাই ক‌রে ব‌লেন, গ্রেফতারকৃত মাদক কার্বা‌রি আবুল কালা‌মের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করে বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।

আরও পড়ুন