মাটিরাঙ্গায় টাস্কফোর্সের অভিযানে আরো দুই প্রতিষ্ঠানকে জরিমানা

নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য নিয়ন্ত্রণে রাখতে চলমান অভিযানের অংশ হিসেবে বাজার মনিটরিং করছেন উপজেলা টাস্কফোর্স কমিটির নেতারা।

আজ বুধবার(৫মার্চ) বিকালের দিকে মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মনজুর আলম এ ভ্রাম্যমান আদালতের নেতৃত্ব দেন।

NewsDetails_03

এসময়, মাটিরাঙ্গা বাজারের হোটেল-রেস্তোরা, ব্রয়লার মুরগী দোকান, চালের আড়ৎ, কাঁচা বাজার, ফল দোকান ও সুটকি বাজার মনিটরিং করেন। একই সময়ে ভোক্তা অধিকার আইন লঙ্ঘনের দায় দোকানের বিক্রি রশিদ না থাকায় হ্রদয় ব্রয়লার হাউস কে ১হাজার টাকা, মূল্য তালিকা প্রদর্শন না করা এবং বিক্রি রশিদ না থাকায় জমিলা পোল্ট্রি চিকস কে ২ হাজার টাকা সহ মোট ৩ হাজার টাকা জরিমানা করা হয়।

মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মনজুর আলম বলেন, ভোক্তা অধিকার লঙ্ঘনে অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে মাটিরাঙ্গায় গঠিত টাস্কফোর্স কমিটির অভিযান অব্যাহত থাকবে।

এ সময়, উপজেলা কৃষি বিপনন কর্মকর্তা (অতি:দায়িত্ব) প্রহলাদ চন্দ্র সাহা, মাটিরাঙ্গা টাস্কফোর্স কমিটির সদস্য এবং মাটিরাঙ্গা প্রেস ক্লাবের সভাপতি মো. জসিম উদ্দিন জয়নাল, নিরাপদ খাদ্য পরিদর্শক মো. মিজানুর রহমান, বাজার ব্যাবসায়ী পরিচালনা কমিটির সভাপতি জামাল উদ্দিন ছাড়াও টাস্কফোর্স কমিটির নেতারা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন