খাগড়াছড়ির মাটিরাঙ্গায় দুই মামলার আসামী সোলায়মান বাদশা (৩৬)কে গ্রেফতার করেছে মাটিরাঙ্গা থানা পুলিশ। সে পৌরসভার ২নং ওয়ার্ড নবীনগর এলাকার মৃত মজিদ লিডার এর ছেলে একই সাথে মাটিরাঙ্গা পৌর যুবলীগের দপ্তর সম্পাদক।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার দিবাগত রাত ৩টার দিকে মাটিরাঙ্গা থানার এসআই মো. সুমন মিয়া সঙ্গীয় ফোর্স সহ বিশেষ অভিযান পরিচালনা করে নিজ বাসা থেকে সোলায়মান বাদশা কে গ্রেফতার করে পুলিশ।
তার বিরুদ্ধে মাটিরাঙ্গা থানায় একটি মাদক মামলার ওয়ারেন্ট রয়েছে এবং অন্যটি ভাঙ্গচুর ও লুটপাটের মামলা রয়েছে।
মাটিরাঙ্গা থানার ওসি মো. তফিকুল ইসলাম তৌফিক গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃত আসামী কে বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।