খাগড়াছড়ি মাটিরাঙ্গায় অভিযান চালিয়ে দেশীয় অস্ত্রসহ দুই ডাকাত কে গ্রেফতার করেছে মাটিরাঙ্গা থানা পুলিশ।
গত শনিবার ১৫ তারিখ রাতে তাদের গ্রেফতার করা হয়। ওই দিন রাতে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন খাগড়াছড়ি জেলা পুলিশ সুপার মো: আরেফিন জুয়েল।

গ্রেফতারকৃতরা হলেন, মাটিরাঙ্গা পৌরসভার ০১নং ওয়ার্ডের সফিকুল ইসলামের ছেলে নাঈম আল সুলতান প্রকাশ নাঈম (৩১)। তার বিরুদ্ধে নোয়াখালী জেলার বিভিন্ন থানায় অস্ত্র আইনে ০২ টি ও ০২ টি ডাকাতির প্রস্তুুতির মামলা আছে।
অপরজন, লক্ষীপুর জেলার কল্যানপুর গ্রামের তছির আহম্মদের ছেলে মো: ইউসুফ প্রকাশ কালা (৩৫)। তার বিরুদ্ধে নোয়াখালী ও লক্ষীপুর জেলার বিভিন্ন থানায় অস্ত্র আইনে ০৩ টি, ডাকাতির ০২ টি, ডাকাতির প্রস্তুুতি ০১ টি, চুরির ০১ টি এবং ০১ টি মাদক মামলা সহ মোট ০৮ টি মামলার আছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ০৪ মার্চ রাতে কয়েকজন দুষ্কৃতিকারী মাটিরাঙ্গা পৌরসভার ০২ ওয়ার্ডের মঞ্জুর ইসলামের ঘরে প্রবেশ করে দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে নগদ টাকাসহ বিভিন্ন মালামাল লুট করে। উক্ত ঘটনায় মাটিরাঙ্গা থানার একটি মামলা দায়ের করা হয়।
খাগড়াছড়ি জেলা পুলিশ সুপারের এর সার্বিক তত্তাববধানে ও দিকনির্দেশনায় মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ এর নেতৃত্বে একটি চৌকস টিম গতরাতে মাটিরাঙ্গা পৌরসভার ১০ নং মুসলিম পাড়ায় নাঈম এর বসত বাড়িতে অভিযান চালিয়ে দুই জনকে গ্রেপ্তার করে। এ সময়, ডাকাতির কাজে ব্যবহৃত সরঞ্জাম ও অস্ত্র এবং লুণ্ঠিত মালামাল উদ্ধার করে পুলিশ।