মাটিরাঙ্গায় দ্রব্যমূল্যে সহনীয় রাখতে বাজার মানিটরিংয়ে পুলিশ

purabi burmese market

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় রমজানের আগেই দ্রব্যমূল্যে সহনীয় রাখতে বাজার মানিটরিং এ নামছে মাটিরাঙ্গা থানা পুলিশ।

আজ বৃহস্পতিবার ২৩ মার্চ সকাল থেকে দুপুর পর্যন্ত মাটিরাঙ্গা পৌর শহরে অবস্থিত দোকানগুলোতে অভিযান পরিচালনা করে বাজার মানিটরিং করা হয়।

বাজার মনিটরিং এসহকারি পুলিশ সুপার মাটিরাঙ্গা সার্কেল আবু জাফর মো: সালেহ’র নেতৃত্বে, মাটিরাঙ্গায় থানার অফিসার ইনচার্জ(ওসি) মোহাম্মদ জাকারিয়া এসময় উপস্থিত ছিলেন। অর্ধদিন ব্যাপী অভিযানে বিভিন্ন প্রতিষ্ঠানকে মুল্য তালিকা, ক্রয়-বিক্রয় ভাউচার মজুদ এবং পণ্য সরবরাহ পরিস্থিতি তদারকী করা হয়।

সহকারি পুলিশ সুপার মাটিরাঙ্গা সার্কেল আবু জাফর মো: সালেহ বলেন, দ্রব্যমূল্যে সহনীয় পর্যায়ে রাখতে পুরো রমজান জুড়ে বাজার মানিটরিং অব্যাহত থাকবে। অতিরিক্ত দাম রাখায় কেহ যদি অভিযোগ করে তাহলে তার বিরুদ্ধে ব্যাবস্থা গ্রহণ করা হবে।

আরও পড়ুন
আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।