মা‌টিরাঙ্গায় ফারুক হত‌্যা মামলার আ‌রেক আসা‌মি গ্রেফতার

খাগড়াছ‌ড়ির মা‌টিরাঙ্গায় আ‌লো‌চিত মোটরসাই‌কেল চাল‌ক ওমর ফারুক হত‌্যা মামলার আ‌রেক আসা‌মি ম‌নির হো‌সেন (২৪) কে আটক‌ ক‌রেছে মাটিরাঙ্গা থানা পু‌লিশ। ম‌নির উপ‌জেলার আমতলী ইউ‌নিয়নের ৩নং ওয়ার্ড দেওয়ান বাজার এলাকার মো: সিরাজ মিয়ার ছে‌লে।

আধু‌নিক তথ‌্য প্রযু‌ক্তি ব‌্যবহার ক‌রে মাটিরাঙ্গা থানার একটি চৌকস দলের নেতৃত্বে সোমবার দিবাগত রাতে চট্টগ্রাম জেলার জোরালগঞ্জ থানার ক‌রেরহাট ফ‌রেস্ট অ‌ফিস এলাকায় অ‌ভিযান প‌রিচালনা ক‌রে তা‌কে গ্রেফতার করা হয়।

এর আ‌গে গত১৪ জুন মা‌টিরাঙ্গার আমতলী ইউনিয়নের রাম‌শিরা বাজার এলাকা হ‌তে ফারুক হত্যাকান্ডের আসা‌মি মো: ইমরান হো‌সেন কে আটক‌ ক‌রা হয়।

মা‌টিরাঙ্গা থানা অ‌ফিসার ইনচার্জ মো: জাকা‌রিয়া ঘটনার সত‌্যতা নি‌শ্চিত ক‌রে ব‌লেন, আধু‌নিক তথ‌্য প্রযু‌ক্তি ব‌্যাবহার করে ম‌নির হো‌সেন না‌মে একজন কে আটক করা হ‌য়ে‌ছে। বাকিদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।

আরও পড়ুন