মাটিরাঙ্গায় বজ্রপাতে একই পরিবারের ৪জন সহ আহত ৫

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় বজ্রপাতে একই পরিবারের ৪ জনসহ৫গুরুতর আহত হওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় তাদের ২টি ছাগল মারা গেছে। আজ রোববার (১৯ মে) বিকালে দিকে উপজেলার ১নং ওয়ার্ডে গাজিনগর জুম্মাপাড়ায় এ ঘটনা ঘটে।

স্বজনদের সূত্রে জানা যায়, বিকালের দিকে বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনার সময় সকলে খোলা মাঠে ধান শুকাচ্ছিলেন, ওই সময় বৃষ্টি আসলে তারা একটি ছোট ঝুপড়ি ঘরে আশ্রয় নিচ্ছিলেন এ সময় বিকট শব্দে একই পরিবারের ৪জন এবং তাদেরই স্বজন ১জন সহ মোট ৫জন বজ্রপাতের কবলে পড়ে। তাৎক্ষণিকভাবে স্বজনরা তাদেরকে আহতাবস্থায় মাটিরাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন।

আহতরা হলেন, আনছর আলীর স্ত্রী সরবানু বেগম (৫০), আনছর আলীর ছেলে শরাফত আলী(৩২) ও মো. আনিস (৩৫), আনিসের স্ত্রী রাবেয়া বেগম(৩০) ও প্রতিবেশী আব্দুল মালেকের ছেলে মো. মোস্তফা (৩০)

NewsDetails_03

আনিস ও মোস্তফা কে আশঙ্কাজনক অবস্থায় জেলা সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে বলে জানা কর্তব্যরত চিকিৎসক ডা. ফাহাদ।

মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার ডেজী চক্রবর্তী আহতদের দেখতে মাটিরাঙ্গায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ছুটে যান। তিনি

আহতের চিকিৎসার খোঁজ খবর নেন। একইসাথে তাদের চিকিৎসার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন বলে আশ্বাষ দেন তিনি।

মাটিরাঙ্গা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো. ইশতিয়াক আহম্মদ এ সময় তার সাথে ছিলেন।

আরও পড়ুন