খাগড়াছড়ির মাটিরাঙ্গার ১০নং মুসলিমপুরের ১নং ওয়ার্ড এলাকায় বজ্রপাতে আরিফ হোসেন ( ১৮) নামে এক কিশোকের মৃত্যু হয়েছে। সে মাটিরাঙ্গা ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির ছাত্র।
গত বুধবার ১৩ সেপ্টেম্বর বিকালে দিকে এ ঘটনাটি ঘটে। আরিফ হোসেন একই এলাকার আবুল হোসেনের মেঝো ছেলে।
স্বজনরা জানায়, বিকালে গুড়ি গুড়ি বৃষ্টিতে আরিফ তার বোনের বাসায় যাবার সময় সলিং রাস্তা অতিক্রম করতেই বজ্রপাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ওই সময় প্রছন্ড শব্দে প্রকম্পিত হয়ে ঘটনাস্থলের ইটভেঙ্গে মাটিতে গর্ত হয়ে যায়।
মাটিরাঙ্গা থানা অফিসার ইনচার্জ (ওসি) মো: জাকারিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। পরবর্তী পদক্ষেপ গ্রহনে কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।