মাটিরাঙ্গায় বুদ্ধ মূর্তি, ঔষধসহ ২ জন আটক

NewsDetails_01

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় সরকারি ট্যাক্স ফাঁকি দিয়ে অবৈধ পথে নিয়ে আসা বুদ্ধ মূর্তি ও ভারতীয় ঔষধসহ ২ যুবক‌কে আটক ক‌রে‌ছে মা‌টিরাঙ্গা থানা পুলিশ।

গত মঙ্গলবার (১১ এ‌প্রিল) সন্ধ্যার দি‌কে মাটিরাঙ্গা থানার ওসির নির্দেশনায় এসআই মো: সাদ্দাম হো‌সেন ও এএসআই কামরুল আ‌রে‌ফিন চৌধুরীসহ বি‌শেষ অ‌ভিযান প‌রিচালনা করে মাটিরাঙ্গা শা‌ন্তি কাউন্টারের সামনে থে‌কে তা‌দের আটক করা হয়।

NewsDetails_03

আজ জব্দকৃত ও আটকের বিষয়টি গণমাধ্যমকে জানায় মাটিরাঙ্গা থানা পুলিশ। আটককৃতরা হ‌লেন, চট্রগ্রাম জেলার হাটহাজা‌রির সৌরভ বড়ুয়া ও মীরসরাইর অন্তর বড়ুয়া।

এ সময় তাদের সা‌থে থাকা ৬‌টি বুদ্ধ মূর্তি, ২হাজার ৪ শত ৬০ পিস ভারতীয় ঔষধ, ২০ টি স্বচ্ছ প্লা‌স্টি‌কের ল‌কেট, ১২‌টি গো‌ল্ডেন কালারের ল‌কেট জব্দ করা হয়। যার আনুমানিক বাজার মূল্য প্রায় ৮০ হাজার টাকা।

মাটিরাঙ্গা থানার ওসি (তদন্ত) আমজাদ হোসেন বলেন, আসামির বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে।

আরও পড়ুন